সোমবার, ২৩ জুলাই, ২০১২

মিতকথন

লিখেছেন থাবা বাবা

আল্লা কলা পাঠায় ছোকলাসহ... আর নারী পাঠায় ছোকলা ছাড়া। আল্লার ডিজাইনে ছোকলাবিহীন নারীকে তাই কৃত্রিম ছোকলা পরিধান করতে হয় দুনিয়াতে। কারণ ছোকলা ছাড়া কলা নাকি ময়লা হয়ে যায়।

অন্যদিকে শিশ্ন পাঠায় ছোকলা দিয়াই, কলার মতো। কিন্তু আল্লার বান্দা হইতে গেলে শিশ্নের ছোকলা কাইট্যা ফালায় দেয়া লাগে। ছোকলা ফালাইতে হয় কারণ ছোকলা থাকলে নাকি শিশ্ন দূষিত হয়ে যায়...

ভগবানের লীলা বোঝা বড় দায়!!! 


লিখেছেন ধর্মগুরু

ইসলামি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইসলামি ব্যাংক, ইসলামি হাসপাতাল, ইসলামি টিভি, ইসলামি সঙ্গীত, ইসলামি ছিনেমা, ইসলামি নাম, ইসলামি পোশাক, ইসলামি খাবার, ইসলামি বিয়ার, ইসলামি জীবন, ইসলামি মৃত্যু ইত্যাদি ইত্যাদি এমন কোনো বিষয় নাই, যেটার ইসলামি ভার্সন নাই।

তারপরও কেন জানি 'ইসলামি রূপকথা' এখনো চালু করতে পারেনি ইসলামিস্টরা। আমি তাদের এ অভাব পূরণে কোরানকে (সাবেক ধর্মীয় পুস্তক) ইসলামি রূপকথার মর্যাদা দেবার জন্য আমজনতাকে বিনীত নিবেদন করছি। ইসলামিস্টদের এই বিশাল অভাব পূরণে আপনারা মানবিক হোন। আমিন।


লিখেছেন আরেকজন মহাপুরুষ

মুমিন ব্যক্তিদের জন্য সুসংবাদ:
ডিজিটাল পদ্ধতিতে বেহেস্তে যাওয়ার পথ সুগমের করার ব্যবস্থা হয়েছে ... আপনার ফেসবুক ওয়াল এর দিকে লক্ষ্য রাখুন। যে কোনো সময় গায়েবিভাবে আপনার ওয়ালে চলে আসতে পারে দ্বীনের কথা সমৃদ্ধ পোস্ট... দেরি করবেন না ... তৎক্ষণাৎ পোস্টটি শেয়ার করুন। না পারলে, ন্যুনতম হলেও, লাইক করুন... 
এবং পরকালে বেহেস্তে প্রবেশের পথ নিশ্চিত করুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন