শুক্রবার, ২০ জুলাই, ২০১২

পাপ করার লাইসেন্স ও পাপমুক্তি


পাপমুক্তি বা পাপমোচনের সুযোগ থাকার অর্থ - পাপ করার অবাধ লাইসেন্স দেয়া। ধর্মগুলো সে কাজই করে থাকে। খ্রিষ্টধর্মের বাণী অনুযায়ী - মৃত্যুর আগে যে কোনও ব্যক্তি যিশুকে তার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করলে যিশু তার স্বর্গবাসের ব্যবস্থা করবে। 

আর ইসলাম কী বলে এ ব্যাপারে? হজ্ব করে পাপমোচন সম্ভব, সে তো সবাই জানে। এ ছাড়াও আরও কয়েকটা পদ্ধতির কথা পড়েছিলাম, মনে পড়ছে না এখন। তবে উত্তম দাস-এর পাঠানো একটি হাদিস বিশেষভাবে প্রণিধানযোগ্য। 

সহি বুখারি, ভলিউম-৭, বই-৭২, হাদিস-৭১৭

আবু দার বর্ণিত: আমি নবীর নিকট যখন আসলাম তখন তিনি সাদা কাপড় পরে ঘুমাচ্ছিলেন। অত:পর তিনি যখন ঘুম থেকে উঠলেন তখন আমি তার কাছে গেলাম। তিনি বললেন- আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এ বিশ্বাস নিয়ে যে মারা যাবে সে বেহেস্তে যাবে।আমি বললাম- যদি সে ব্যভিচার ও চুরি করে? তিনি বললেন- যদিও সে ব্যভিচার ও চুরি করে। আমি আবার বললাম- যদি সে আবারও ব্যভিচার ও চুরি করে ? তিনি আবার বললেন- যদিও আবার সে ব্যভিচার ও চুরি করে। আমি আবারও বললাম – এর পরেও যদি সে ব্যভিচার ও চুরি করে? তিনি বললেন- এর পরেও যদি সে ব্যভিচার ও চুরি করে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন