শনিবার, ১৮ আগস্ট, ২০১২

লিংকিন পার্ক - ৫৪

১.
লিংকে যান > স্টার্ট বাটনে ক্লিক করুন > এরপর নিচে একটা হালকা টাস্ক বার আসবে- সেটাকে সামনে বা পেছনে নিন > সামনে নিলে ক্রমশ মহাবিশ্বের বড় কিছুর দিকে যাবে, আর পেছনে ক্ষুদ্রতর।
(স-ভূমিকা লিংক: অমার্জনীয়) 

২. 
"পারস্পরিক সম্মতিক্রমে সুপারিশকৃত দান" নামে জনগণের সঙ্গে অর্থ ও পণ্য বিনিময়ের অভূতপূর্ব ও বিজ্ঞানের অজানা একটি পদ্ধতি আবিষ্কার করার কৃতিত্বের কারণে রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধানকে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে সে দেশের 'ক্রেতা স্বার্থ রক্ষা কমিটি'। 

৩. 
The Church of Jesus Christ  of Latter-day Saints-এর (সংক্ষেপে LDS) প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ: এক মা ও মেয়ে তার যৌনলাঞ্ছনার শিকার এবং মেয়ের ভাইয়ের পুরুষাঙ্গ কামড়ে সে প্রায় ছিঁড়ে ফেলেছিল। 

৪. 
পরকালের বর্ণনা একেক ধর্মে একেক রকম। শীর্ষ পাঁচ হাস্যকর রকমের অন্যায্য পরকালের তালিকা দেখুন। বড়োই উপভোগ্য নিবন্ধ। 
(লিংক: Fallen Angel) 

৫.
ইসলামী বেশেহত সম্পর্কে কোরান-হাদিসসম্মত বিশদ ধারণা পেতে চাইলে বাংলায় অনূদিত এই রচনাটি পড়া ফরজে আইন। 

৬. 
বিদেশে ক্রিশ্চান মিশনারীদের কেমন কষ্টের মুখে পড়তে হয়, সেটা বোঝাতে গিয়ে এক চার্চ সেখানে আসা স্কুলপড়ুয়া বাচ্চাদেরই কিডন্যাপ করে! নকল গুন্ডা দিয়ে তারা একটা অপহরণের নাটক সাজায়, যেখানে ওই চার্চের পাদ্রীকে মারধর করারও একটা সাজানো দৃশ্য ছিল। ট্রমাটাইজড এক বালিকার পরিবার অভিযোগ করায় সরকার ওই পাদ্রী ও চার্চের বিরুদ্ধে মামলা করেছে।
(স-ভূমিকা লিংক: কৌস্তুভ)

৭. 
প্রধান প্রতিটি ধর্মেই নারীকে চিত্রিত করা হয়েছে নিকৃষ্ট, অধঃস্তন প্রাণী হিসেবে। নারীকে ভয় পায় বলেই কি তাদের নিয়ন্ত্রণ করতে ধর্মগুলোর এতো ব্যগ্রতা? ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি নিবন্ধ। 

৮.
How to suck at your religion নামের স্রেফ অতুলনীয় একটি দীর্ঘ কমিক। অতি অতি অতি অবশ্যদ্রষ্টব্য। মনে আশা পুষে রেখেছি, কোনওদিন হয়তো অনুবাদ করে ফেলার সময় জুটে যাবে...
(লিংক: অসুর, Fallen Angel) 

৯. 
আমেরিকার ছবিঘরে ছবি চলাকালীন এক আততায়ী সেখানে ঢুকে গুলি করে হত্যা করেছিল ১২ জন দর্শককে। 'এই সময় ঈশ্বর কোথায় ছিলো' - এই প্রশ্নের মারফতী অর্থাৎ ভুয়া ও অবোধ্য একটি বিশ্লেষণ দিয়েছিল এক ধর্মযাজক। সেই লেখার নিচে এক পাঠক মারদাঙ্গা উত্তর দিয়েছিলেন ঈশ্বরের হয়ে। উত্তরটা এখনও নিবন্ধের নিচেই আছে, তবু সাবধানতার খাতিরে সেটির স্ক্রিনশট জুড়ে দিচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন