মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

ফাকিস্তান বর্বরস্তান

এগারো বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক বালিকার বিরুদ্ধে কোরানোর পাতা পোড়ানোর প্রমাণহীন অভিযোগ আনা হয়েছে পাকিস্তানে এবং বিচারে তার মৃত্যুদণ্ড হতে পারে, সে খবর অনেকেরই জানা। শত শত বেহুদা তৌহিদী জনতা সেই বালিকার বাসভবনের সামনে গিয়ে তার মৃত্যুদণ্ড দাবি করে স্লোগান দিয়েছে। 

নিজের সম্মান রক্ষার সামর্থ্য পর্যন্ত নেই সর্বশক্তিমান আল্যাফাকের। তাই এগিয়ে আসতে হয় তার বর্বর অনুসারীদের। 

আমেরিকাভিত্তিক অনলাইন নিউজ অ্যান্ড পলিটিক্যাল কমেন্ট্রি প্রোগ্রাম The Young Turks-এর অতি চমৎকার পর্যালোচনা শুনুন। মাত্র পাঁচ মিনিট দীর্ঘ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন