আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

সোমবার, ২০ আগস্ট, ২০১২

সৃষ্টিতত্ত্ব: হিন্দুধর্মমতে

যুক্তিমনস্ক ও মুক্তচিন্তাকামী কিশোর-তরুণদেরকে ধর্মীয় কু-রূপকথাগুলোকে তাচ্ছিল্যভরে ব্যঙ্গবাণে বিদ্ধ করতে দেখলে বা ধর্মের বিজ্ঞানহীনতা ও অসঙ্গতিগুলোকে কটাক্ষকণ্টকে ভূষিত করতে দেখলে বড়োই অনুপ্রাণিত হই, আমার নিরাময়াতীত আশাবাদ আরও টগবগিয়ে ওঠে। 

কথাগুলো যে-কারণে বলা: ধার্মিক পরিবার ও ধর্মীয় পরিমণ্ডলে বড়ো হয়ে ওঠা এক কিশোর অতি চমৎকার একটি স্লাইড শো বানিয়ে পাঠিয়েছেন ধর্মকারীর ঠিকানায়। নিজের নাম তিনি প্রকাশ করতে চান না সঙ্গত কারণেই। 

এই স্লাইড শোর বিষয় সম্পর্কে তিনি লিখেছেন, "মহাভারত, পুরান  বা কোনো শাস্ত্র থেকে সরাসরি এটা আমি নেই নি। এটা নিয়েছি স্কুল লেভেল-এর বই-পুস্তক থেকে, যেগুলো হিন্দু ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেয়া হয়। আমি সেক্ষেত্রে এটাকেই বেশি গুরুত্ব দেই, কেননা সবাই শাস্ত্র না পড়লেও স্কুল লেভেল-এর এই বইগুলো তো পড়ছে এবং শিখছেও।"

স্লাইড শো দেখুন অথবা ডাউনলোড (২.৭৯ মেগাবাইট) করে নিন এখান থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন