গত বছরের শুরু দিকের ঘটনা। ইন্দোনেশিয়ায়।
শান্তির ধর্ম ইসলাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অক্লান্ত, নিরলস। অবিরাম "আল্লাহু আকবার" ধ্বনি সহযোগে সুন্নী মুসলিমরা অমানুষিক, বর্বর হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করলো ক্ষুদ্রতর মুসলিম সম্প্রদায় আহমেদিয়া তিন প্রতিনিধিকে। এসবই করা হলো আল্লাহর নামে, ইসলামের নামে। (হত্যাকাণ্ডের বীভৎস ভিডিও এখানে)
এই ঘটনায় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হলে অনিচ্ছা সত্ত্বেও নেহাত লোক-দেখানো বিচার হয় হত্যাকারীদের: সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড। বেহেশতবাস নিশ্চিত করে ফেলা এই কাফেরহন্তকেরা মুক্তি পাবার পরে পেয়েছে বীরের মর্যাদা।
ওদিকে আরেক ইন্দোনেশীয় নাগরিক ফেসবুকে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে স্ট্যাটাস দিলে তার কারাদণ্ড হয় দু'বছরের। কারণ -
নাস্তিক অপেক্ষা কাফেরহন্তক সব সময়ই শ্রেয়। সুবহানাল্লাহ।
* পোস্টারটি Astrology is Still Bullshit নামের ফেসবুক পেজ থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন