অনেকেরই ধারণা, সেক্যুলারিজম অর্থ ধর্মহীনতা। কোনওভাবেই সেটা সত্য নয়। পশ্চিমা কিছু সেক্যুলার দেশগুলোর দিকে তাকালে সেটা স্পষ্ট হয়ে ওঠে। অথচ জ্ঞানপাপী ধর্মবাজেরা সেক্যুলারিজমের জুজুর ভয় দেখিয়ে মিথ্যে প্রচার ছড়ায় নিরন্তর।
ঘোরতম স্পষ্টবাদী প্যাট্রিক কন্ডেল তাঁর সাম্প্রতিকতম ভিডিওতে তাঁর স্বভাবসুলভ তীব্র ব্যঙ্গাত্মক ভাষায় তুলোধুনো করেছেন এদের।
ছয় মিনিটের ভিডিও। সাবটাইটেলসহ দেখতে cc বাটনে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন