শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

মানুষ হয়ে ওঠা

ক্রমবিবর্তনের পথ ধরে আমাদের মানুষ হয়ে ওঠার বিজ্ঞানসম্মত সহজ ও অনবদ্য বিশ্লেষণ দেয়া হয়েছে আড়াই ঘণ্টার এই ডকুমেন্টারিতে। এতে আছে তিনটি পর্ব: 
১. First Steps,
২. Birth of Humanity
৩. Last Human Standing

যারা বিশ্বাস করে, মানবজাতির বংশবৃদ্ধি হয়েছে আদম-হাওয়া ও তাদের পরিবারের অজাচারের (incest) ফল হিসেবে, তারা দূরে গিয়া মুড়ি খাইতে পারে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন