বুধবার, ১ আগস্ট, ২০১২

লিংকিন পার্ক - ৫২

১.
ইছলামীদের প্রিয় ক্রীড়া পাথর ছোঁড়ার (হত্যার লক্ষ্যে) চর্চা চলছেই। বিবাহ বহির্ভূত যৌনসম্পর্ক স্থাপনের অপরাধে ছহীহ ইছলামী আইন প্রয়োগ করে হত্যা করা হয়েছে দু'জন নারী-পুরুষকে। ইছলামীরাই জানাচ্ছে, “এই দুইজন বিবাহিত হওয়ার পরও তারা একে অন্যের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। এ কারণে তাদের বিরুদ্ধে আমাদের লোকেরা আগুলেজকে ইসলামি শরিয়া আইন প্রয়োগ করেছে।”

২.

৩.
ইহুদি ফতোয়া (গুগল অনুবাদ): সন্তানজন্মদানে স্ত্রী অক্ষম হলে বা সম্মতি না জানালে স্বামী রক্ষিতা রাখতে পারেবে। 

৪.
মাশাল্লা... আমাদের তালিবান ভাইরা ইসলাম রক্ষায় বরাবরের মত আরও একটা ভালো উদ্যোগ নিয়েছেন... সেটা হল উত্তর-পশ্চিম পাকিস্তানে পোলিও টিকা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন গুপ্তচরবৃত্তির অভিযোগে!!! মার-শাল্লাহ!!! ঠিকই আছে!!! লক্ষ শিশুর মৃত্যু হউক... কোন সমস্যা নাই...... ইসলাম তো রক্ষা করতেই হবে... !!
(স-ভূমিকা লিংক: Jack Istiac)

৫.
ইছলামী হুঙ্কার: 'আল্লাহু আকবর', 'খ্রিষ্টানদের পাথর ছুঁড়ে হত্যা করো'... ইত্যাদি। (সাড়ে পাঁচ মিনিটের ভিডিও। 

৬. 
দেবতাকে খুশি করতে ভক্তদের মাথায় নারকেল ভাঙা - "গরুপূজারি গাধাগুলো" সিরিজে দেয়া যেতে পারতো। দেড় মিনিটের হিন্দি ভিডিও। 

৭. 
বিদেশে ক্রিশ্চান মিশনারীদের কেমন কষ্টের মুখে পড়তে হয়, সেটা বোঝাতে গিয়ে এক চার্চ সেখানে আসা স্কুলপড়ুয়া বাচ্চাদেরই কিডন্যাপ করে! নকল গুন্ডা দিয়ে তারা একটা অপহরণের নাটক সাজায়, যেখানে ওই চার্চের পাদ্রীকে মারধর করারও একটা সাজানো দৃশ্য ছিল। ট্রমাটাইজড এক বালিকার পরিবার অভিযোগ করায় সরকার ওই পাদ্রী ও চার্চের বিরুদ্ধে মামলা করেছে।
(স-ভূমিকা লিংক: কৌস্তুভ)

৮.
লজিক্যাল ফ্যালাসিসমূহ অতি সংক্ষেপে ও চমৎকারভাবে বিশ্লেষণ করা আছে এই সাইটে। উদাহরণস্বরূপ বামদিকের আইকোনগুলোর নিচের মধ্যিখানেরটায় ক্লিক করুন।
(লিংক: সুনন্দ কুমার পাত্র)

৯.
এক হোটেলে অতিথিদের বেডসাইড রিডিং-এর জন্য আগে রাখা হতো বাইবেল। এখন হোটেল মালিকের সিদ্ধান্তে বাইবেলের স্থান নিয়েছে fifty Shades of Grey নামের এক ইরোটিক বেস্টসেলার। চার্চ হাউকাউ শুরু করলে মালিক জানিয়েছেন, বাইবেলও সেক্স ও ভায়োলেন্সে ভর্তি, তবে বেস্টসেলারটি তুলনামলকভাবে অনেক সহজপাঠ্য।

১০.
নাস্তিক্যবাদ সংক্রান্ত ডকুমেন্টারি ও ভিডিওর ভয়াবহ বিশাল এক তালিকা। পোস্টের মন্তব্যগুলোয় চোখ বোলাতে ভুলবেন না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন