সোমবার, ২০ আগস্ট, ২০১২

ধর্মের কতো মহিমা!

১. 
আপনি কি দশ বছরের চেয়ে ছোট মেয়েকে বিয়ে করে সুন্নতী হতে চান? বাংলাদেশে এটা করতে গিয়ে মার খেয়ে কেঁদেছেন? 
আর চিন্তা নেই!! চলে যান ইরানে। সেখানে এখন আইন করেই এসব পেডোফিলিয়া হালাল করার এন্তেজাম চলছে!! সুন্নতী হৌন, শিশুনির্যাতক হৌন। সবই ইসলামিক। 
(স-ভূমিকা লিংক: আরিফুর রহমান)

২. 
মানুষের জীবনের চেয়ে তথাকথিত ধর্মীয় রীতিনীতি পালন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধনুর্ভঙ্গ অ্যাবোরশন-বিরোধিতার শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে ষোলো বছর বয়সী মেয়েকে।

৩. 
হিন্দুধর্মের বীভৎস, কুৎসিত ও বর্বর বর্ণপ্রথার আরও একটি মহিমা: নিম্নবর্ণের এক বালক ভুল করে ফোন করে বসে উচ্চবর্ণীয় ছেলের নাম্বারে এবং এতেই 'জাত গেছে' বেজাতদের! ফলাফল - দলিত শ্রেণীর ৫০টি পরিবারকে একঘরে করা হয়েছে।

৪. 
কোরানশিক্ষার জন্য সহায়িকা পুস্তিকা Noorani Qaida-র পাতা পুড়িয়ে ফেলেছে বলে বুদ্ধিপ্রতিবন্ধী এগারো বছরের খ্রিষ্টান বালিকাকে গ্রেপ্তার করা হয়েছে ব্ল্যাসফেমির অভিযোগে। ঘটনা ফাকিস্তানে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন