ব্রিটিশ অ্যাথলিট, ট্রিপল জাম্পে প্রাক্তন অলিম্পিক, কমনওয়েলথ, ইউরোপিয়ান ও বিশ্ব চ্যাম্পিয়ন জোনাথন এডওয়ার্ডস এক সময় এতোটাই ধর্মভীরু ছিলেন যে, ধর্মীয় আচার মেনে রোববারে অনুষ্ঠিত কোনও প্রতিযোগিতায় অংশ নিতেন না। ১৯৯১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শিপে অংশ নিতে পারেননি তিনি এই কারণেই। পরে তাঁর ধর্মযাজক পিতা তাঁকে বলেন, ঈশ্বর তাঁকে প্রতিভা দিয়েছে প্রতিযেগিতায় অংশগ্রহণের জন্য, তাই সেই সুযোগ ব্যবহার করলেই ঈশ্বর খুশি হবে।
কিন্তু ২০০৭ সালে তিনি ধর্মবিশ্বাস হারিয়ে ফেলেন। দ্য টাইমস পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তি দিয়ে ভেবে দেখলে ঈশ্বরের অস্তিত ঘোরতর অসম্ভব বলে মনে হয়। তিনি আরও বলেন, জীবনের অন্য যে-কোনও সময়ের চেয়ে বিশ্বাসহীন জীবনে তিনি অনেক বেশি সুখী।
গত বারো তারিখে তিনি বিবিসি-কে একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বলেছেন তাঁর বিশ্বাস হারানোর কাহিনী। তিন মিনিটের ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন