শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

ধর্মাতুল কৌতুকিম – ৪৬

১৩০.
মহাম্যাড বালতি ভর্তি দুধ নিয়ে বাসায় ফিরছিল, এমন সময় সে দেখলো যৌনদাসী মারিয়া দরজায় বসে আছে। তার মুখে চাপা উৎফুল্লতা।
- কী ব্যাপার, তোমাকে এমন খুশি দেখাচ্ছে যে? - জিজ্ঞেস করলো মহাম্যাড।
- জানো, - প্রফুল্ল কণ্ঠ মারিয়ার, - আমি না মা হতে চলেছি।
- কী চমৎকার! - বললো মহাম্যাড। - চারদিক থেকে শুধু খুশির আর খুশির খবর আসছে। কপালে কী যে বৃহস্পতি লেগেছে তর্মায়রেবাপ!
- অ্যাঁ! আর কী ভালো খবর আছে? - জানতে চাইলো মারিয়া।
মহাম্যাড বললো:
- শোনো, অনেকদিন ধরে আমার খামারের গাভীগুলো কোনো বাচ্চা দিচ্ছিল না। তাদের ওলানে তাই দুধও হচ্ছিল না। তো এমন এক ব্যবস্থা নিয়েছি যে, এখন খামারের প্রায় সব গাভীই পোয়াতি, দুধও হচ্ছে ভালো।
- তাই নাকি! এটাও তো ভালো খবর। কিন্তু ব্যবস্থাটা কী নিয়েছ?”
- হেহ হে, খুব সোজা। শুধুমাত্র ষাঁড় বদলে দিয়েছি। - চতুর মার্কা হাসি দিয়ে বললো মহাম্যাড।
- বাঃ! দুটো ব্যাপারেই কী কাকতালীয় মিল!!! - মারিয়া মনে মনে বলল।
(পাঠিয়েছেন সায়ন)

১৩১. 
- আল্লাহর ঘটানো সবচেয়ে বড়ো অলৌকিক ঘটনা কী?
- এক যুদ্ধবাজ, গণহত্যাকারী, দাস-ব্যবসায়ী ও শিশুকামীর শত কোটি উম্মত।

১৩২.
কিয়ামতের দিন একজনকে প্রশ্ন করা হলো:
- পৃথিবীতে তুমি তোমার পুরুষাঙ্গ কী কাজে ব্যবহার করেছো? 
- শতকরা ৮০ ভাগ ক্ষেত্রে যৌনকর্মে, বাকি ২০ ভাগ - মূত্রত্যাগের জন্য। 
তাকে পাঠানো হলো বেহেশতে।
পরবর্তী জনকে জিজ্ঞেস করা হলো:
- পৃথিবীতে তুমি তোমার পুরুষাঙ্গ কী কাজে ব্যবহার করেছো? 
- শতকরা ৯০ ভাগ মূত্রত্যাগের জন্য, বাকি ১০ ভাগ - যৌনকর্মে। 
- বেহেশতে তোমার স্থান হবে না।
- কেন? - সবিস্ময়ে প্রশ্ন করলো সে।
- কারণ এটা বেহেশত, টয়লেট নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন