স্থানে-অস্থানে, কালে-অকালে, পাত্রে-অপাত্রে প্রতিনিয়ত প্রচারিত হচ্ছে ধর্মের বাণী। যারা ধর্মে অনুৎসাহী, ধর্ম-উদাসীন বা ধর্মহীন, তাদেরকেও রাতদিন জোর করে শোনানো হচ্ছে, দেখানো হচ্ছে, পড়ানো হচ্ছে ধর্মের তথাকথিত মহিমার কথা। তাদের ইচ্ছে-অনিচ্ছে, আবেগ-অনুভূতির ধার কেউ ধারে না। কিন্তু তাদের কেউ যদি কখনও ধর্মহীনতা বিষয়ে বা ধর্মের সমালোচনা করে একটা কিছু বলে, অমনি আস্তিককুলের ধর্মানুনুভূতি উত্থিত হয়ে পড়ে।
আমেরিকা জুড়ে ধর্মপ্রচারী বিলবোর্ডের অন্ত নেই। কিন্তু একটা দুটো নাস্তিক্যবাদী বিলবোর্ড টাঙানো হলেই আস্তিকদের বিশ্বাস মুমূর্ষ হয়ে পড়ে।
সম্প্রতি নাস্তিকদের ঝোলানো মাত্র দু'টি বিলবোর্ড আস্তিকদের প্রবল শিরঃপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। দু'টি ছোট্ট ভিডিও রিপোর্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন