জাহেল যুগের মানুষ তুমি, বলছি তোমায় শোনো
আরাম-আয়েশ অনেক হলো, এবারে দিন গোনো
ইসলামী সব বিধি বিধান, কঠিন নিয়ম সব
যাকগে চুলোয় এই দুনিয়া, লক্ষ্য শুধু "রব"
মুমিন 'পরে খোদাতালার প্রধানতম দাবি
রোজ পাঁচবার খুলতে হবে স্বর্গদ্বারের চাবি
সঠিকভাবে নিয়ম মেনে সালাত আদায় হলে
আখিরাতে ভাসবে তু্মি সুখ-সাগরের জলে
মদ-নদীতে কাটবে সাঁতার সারাটা দিন ভরি
নৈশকালীন সঙ্গী তোমার বেহেস্তী হুর পরী
জোয়ান বয়েস ফেরত পাবে, আসবে গায়ে বল
তোমায় ঘিরে নাচবে তখন গেলমানদের দল
মানলে তবে নবীর বাণী করবে মৌজ মাস্তি
পারিতোষিক আছে যেমন, তেমনি আছে শাস্তি
হঠাৎ যদি একটি বারও দাও নামাজে ফাঁকি
হাড়-মাংশ আলাদা হবে, বুঝতে পারো না কি?
আগুনেতে পুড়বে তুমি, কাটবে তোমায় সাপে
গুর্জ দিয়া পিটবে তোমায় পাহাড় সমান চাপে
তীক্ষ বটি-খন্তি দিয়া কাটবে তোমার গা টা
খাইবা তুমি পুঁজ-রক্ত, যাক্কুম নামের কাঁটা
মাথার উপর সুর্য এসে দেবে তোমায় তাপ
নামাজ ক্কাযা করো না আর, বাড়িয়ো না পাপ
দুনিয়াদারীর খ্যাঁতা পোড়ো, নামাজ পড়ো, ভাই
নামাজ বিনে সবই মিছে, আসল কিছুই নাই।
এই ধর্মের দ্বিতীয় রুকন, নামটি সিয়াম তার
এবার আমার নিকট শোনো সিয়াম সমাচার
সারা বছর পেটটি পুরে ধনী লোকে খায়
সিয়াম করেই গরীব-দুখীর কষ্ট বোঝা যায়
সিয়াম মানে সংযম আর সিয়াম মানে রোজা
সিয়াম করা ভীষণ কঠিন, মোটেও তা নয় সোজা
ভোর রাত্রে উঠে তোমার পেটটি ভরে খাবে
কোলবালিশটি পাশে রেখে ঘুমিয়ে তুমি যাবে
দুপুর শেষে বিকাল হলে শয্যা ছেড়ে উঠে
'ইফতারী চাই' বলেই যাবে চকবাজারে ছুটে
কাবাব-হালিম-লাচ্ছি কিনে আসবে ফিরে বাড়ি
অযু করে আসন পেতে বসবে তাড়াতাড়ি
এ মাস বড় পবিত্র মাস, হয়তো তোমার জানা
এই মাসে খাও হিসাব ছাড়া, নেই তো কোনো মানা
এই মাসে খাও দই-মিষ্টি, এই মাসে খাও ঘি
লাগুক আগুন বাজারদরে, তোমার তাতে কী
গরীব-দুখীর কষ্ট বোঝো, রোজা রাখো, ভাই
রাখলে রোজা দান-খয়রাতের দরকারই তো নাই ।
নামাজ-রোজার পরে তুমি হজ্বের কথা শোনো
হজ্ব ব্যতীত পাপমুক্তির উপায় তো নেই কোনো
যুবককালে নামাজ-রোজা থাকলে দিয়ে ফাঁকি
হজ্ব করলে কোনো পাপই থাকবে না আর বাকি
যত গুনাহই কর তুমি, করবে খোদা ক্ষমা
বছর-বছর হজ্ব করে তাই সোয়াব করো জমা
অনেক টাকা থাকে যদি সাথে অনেক পাপ
হজ্বটি পালন করলে পরেই সকল গুনাহ মাফ
অসৎ পথের টাকা বলে ভাবছো কেন মিছে
ক্ষমার মালিক আল্লাতালা আছেন তোমার পিছে
বলবে বা কেউ: এই টাকাটা দাও না করে দান
কাফের লোকের কথায় তুমি দিও না, ভাই, কান
প্রতিবেশী অভুক্ত থাক, ক্যান দেখাবে গরজ
রাখবা মনে: ধনী লোকের হজ্ব করাটা ফরয
সৌদী আরব পবিত্র দেশ, আল্লাহর ঘর কাবায়
হজ্ব না করে বিলায় টাকা জ্ঞানশূন্য হাবায়
সহজ পথে বেহেস্ত যেতে, হজ্বটা করো ভাই
পাপী হলেও হজ্ব করলে কোনোই সাজা নাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন