রবিবার, ১৯ আগস্ট, ২০১২

নাইন ইলেভেন ট্র্যাজেডির জন্য দায়ী নাস্তিকেরা

নাইন ইলেভেন ট্র্যাজেডির জন্য দায়ী কারা, জানেন? ভাবছেন, ইসলামী সন্ত্রাসীরা? আপনার ধারণা ভ্রান্ত। এর পেছনে দায়ী নাস্তিকেরা। অন্তত ফক্স নিউজ চ্যানেলে এ কথা জানালো এক মমিন খ্রিষ্টান। 

অবাক হয়ে ভাবি, প্রবল ধর্মবিশ্বাস ও সাধারণ জ্ঞানের সহাবস্থান কি আসলেই অসম্ভব?

যাই হোক, ভিডিওর শুরুতে American Atheists-এর প্রেসিডেন্ট ডেভিড সিলভারম্যানের স্বভাবসুলভ প্রাণবন্ত সাক্ষাৎকার দেখে নেয়াটাই উচিত হবে। দ্বিতীয়ার্ধে রয়েছে ধর্মবিশ্বাসের ঘ্যানঘ্যানানি এবং সেই ঘোষণা: They [atheists] are trying to destroy our society & leave a mess...like they did on 9/11. 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন