আল্যাফাক নাকি নিখুঁত সৃষ্টিকর্তা। তাই যদি হবে, তাহলে তার সৃষ্টির ওপরে মানুষের খোদকারি কেন? নাকি সর্বশক্তিমান মশাই সজ্ঞানে পুরুষের লিঙ্গাগ্রে 'অতিরিক্ত' চামড়া এবং নারীর যৌনাঙ্গে 'অতিরিক্ত' একটি মাংসপিণ্ড জুড়ে দেয়, যা তাদের জন্মের পর কেটে ফেলা আবশ্যক? বস্তুত অবোধ শিশুদের ওপরে চালানো এই বর্বর প্রক্রিয়া স্পষ্টতই এক ধরনের শিশুনির্যাতন। প্রাপ্তবয়স্ক কেউ স্বেচ্ছায় খতনায় আগ্রহী হলে সেটা তার ব্যাপার ও তার অধিকার। কিন্তু শিশুদের ওপরে এই পদ্ধতি প্রয়োগের অধিকার কারুর নেই। এমনকি বাবা-মায়েরও।
সময় এসেছে অন্ধভাবে মেনে চলা কুৎসিত ধর্মীয় প্রথাগুলো পরিহারের, সময় এসেছে সচেতন হবার, অন্যদের সচেতন করবার।
কানাডায় নেয়া একটি উদ্যোগ:
এ প্রসঙ্গে হল্যান্ডে তৈরি পঁয়ত্রিশ মিনিট দীর্ঘ একটি ডকুমেন্টারি চোখে পড়লো: Mom, Why Did You Circumcise Me? ইউটিউবে এই ভিডিওর নিচে একটি মন্তব্য পড়ে মজা পেলাম:
The attitude of pro-circumcision people is too depressing for words. It makes me want to smash them in the face with a baseball bat and stamp on them repeatedly while they lie on the ground while shouting 'you stupid fucking cunt!' Nasty bastards.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন