রবিবার, ৫ আগস্ট, ২০১২

লিংকিন পার্ক - ৫৩

১. 
শান্তির ধর্ম টপ ফর্মে বরাবরের মতোই। "হিন্দু অধ্যুষিত এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দিনাজপুরের চিরির বন্দর উপজেলায় হিন্দুদের অন্তত ২০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর ও লুটপাট হয়েছে আরো কয়েকটি বাড়িতে।"

২. 
মুসলিমদের কি বোধোদয় হচ্ছে অল্পস্বল্প করে? "বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় মসজিদের মাইক নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শব্দ দূষণ কমাতে নিয়ম পরিবর্তনের ডাক দিচ্ছেন অনেকে।"

৩. 
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষক চাকরিচ্যুত। তার খোমা মোবারকখানা দেখা ফরজে আইন।

৪. 
চীনের একটি অংশে রমজান পালন নিয়ে বাড়াবাড়ির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক বাক্যে বললে এভাবে বলতে হয়: রোজা রাখা যাবে না, সে কথা কেউ বলছে না, তবে সমস্ত রেস্টুরেন্ট (মুসলিম মালিকদেরও) খোলা রাখতে হবে স্বাভাবিক দিনের মতো। 

৫. 
সম্ভবত, বিপরীত লিঙ্গের প্রতিনিধিদের সঙ্গে মেলামেশা নিষিদ্ধ হবার কারণেই চৌদি আজবে সমকামিতার ব্যাপক প্রচলন অনিবার্য বলে মনে করা হয়। এ প্রসঙ্গে আরও একটি নিবন্ধ।

৬.
লাঙ্গুল-পুরাণ, আবার সে এসেছে ফিরে। "খুশি হলেই ছোট্ট মেয়েটা টুকটুক করে লেজ নাড়ত। বাবার ভালই লাগত। কিন্তু লোকলজ্জা ও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে হাসপাতালে গিয়ে লেজটা কাটিয়ে আসতে হল।"
(লিংক: দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়)

৭.  
সহীহ সুন্দরী প্রতিযোগিতা। ২০১১ সালের মিস পাকিস্তানের ২১টি ছবি। কঠোরভাবে শরিয়তসম্মত পোশাকে। 
(লিংক: থাবা বাবা)

৮. 
যিশুর কাহিনী নিয়ে লিওনার্দো দা ভিঞ্চির আঁকা 'দ্য লাস্ট সাপার'-এর ২৬টি মজাদার রিমেইক।
(লিংক: শয়তানের চ্যালা) 

৯.
ইছলামীদের ইহকালীন গেলমানচর্চার আরও একটি নমুনা। ১২ বছর বয়সী শিক্ষার্থীকে যৌননির্যাতন করার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন