লিখেছেন কাফের
১.
প্রশ্ন: রোজার পরে ঈদের চাঁদ দেখা গেলে মুমিনরা এত খুশি হয় ক্যান?
উত্তর: সুখের ঘুম ছ্যাইড়া ভোরে উইঠ্যা আর ভাত খাইতে হইবো না এবং সারাদিন কষ্ট কইরা না খাইয়া থাকতে হইবো না, এইটা ভ্যাইবা।
২.
মুসলমানদের অকৃতজ্ঞতা:
ঢাকার জাতীয় ঈদগাহে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্যান্ডেল নির্মানের শুরু থেকে ঈদের আগের রাত পর্যন্ত RAB পুলিশের পাশাপাশি সমান গুরুত্ব পালন করেছে ডগ স্কোয়াড। ঈদের দিনও RAB পুলিশ থেকেছে, শুধু থাকনি ডগ স্কোয়াড। এতে নাকি পবিত্রতা নষ্ট হতো! অথচ ইসলামি জঙ্গিরা বোমা গ্রেনেড ফাটিয়ে মুমিনদের রক্ত ঝরিয়ে যাতে ঈদের পবিত্রতা নষ্ট করতে না পারে, সেজন্য বিস্ফোরক খোঁজায় এই ডগ স্কোয়াডই কিন্তু পালন করেছে সবচেয়ে বড় দায়িত্ব। মুসলমানদের এ কেমন অকৃতজ্ঞতা ???
৩.
ইসলামি জ্ঞানের বিবর্তন:
১. মাদ্রাসায় ভর্তি হলেই হুজুর; মানে সম্মানিত ব্যক্তি;
২. না বুঝে কোরান মুখস্থ করলেই হাফেজ; মানে জ্ঞানী ব্যক্তি;
৩. বাংলা বুঝে কোরান মুখস্থ করলেই ইসলামি চিন্তাবিদ এবং
৪. কোরান-হাদিস দুটো পড়লেই আন্তর্জাতিক খ্যাক্তিসম্পন্ন ...........।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন