খ্রিষ্টধর্মের চোখে সাতটি ভয়াবহ পাপ: তীব্র ক্রোধ, লোভ, আলস্য, গর্ব, কাম, ঈর্ষা ও অতি-আহার। পরে ভ্যাটিকান আরও সাতটি পাপ যোগ করে এই তালিকায়, যার একটি হচ্ছে - ধনসম্পদের প্রাচুর্য। মজার কথা হচ্ছে এই যে, পৃথিবীর সবচেয়ে ধনী প্রতিষ্ঠানের নাম ভ্যাটিকান। বাস্তবিক অর্থে ধর্মের মোড়কে ভ্যাটিকান পৃথিবীর বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেই বিচারে ভ্যাটিকান সবচেয়ে বড়ো পাপের আখড়া। 'পোপ' আর 'পাপ' - খুব কাছাকাছি দুটো শব্দ, বোধহয়, সে কারণেই।
তো ভ্যাটিকানের পাপমুক্তির জন্য প্রার্থনা করতে অস্ট্রেলিয়ার কমিক গ্রুপ 'দ্য চেসার' গিয়েছিল রোমের ক্যাথলিক হেডকোয়ার্টারে
তিন মিনিটের ভিডিও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন