আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১২

লিংকিন পার্ক - ৫৬

১.
প্রিয় কমিক গ্রুপ 'দ্য চেসার' ধর্মবাজ ও তাদের ভক্তদের নির্বুদ্ধিতা প্রসঙ্গে দুর্দান্ত একটি গান গেয়েছিল। তাতে দুটো চরণ ছিলো এরকম: I’ve got all of heavens riches > Thanks to all you stupid bitches! স্টুপিড ভক্তদের অনুদান ব্যবহার করে পৃথিবীতে স্বর্গীয় জীবন যাপনকারী এক জার্মান বিশপের কাহিনী পড়ুন।
(লিংক: কৌস্তুভ) 

২. 
ধর্মকারীতে এতোদিন ধরে অযথাই বলা হয়েছে বারবার: প্রার্থনায় কোনও কাজ হয় না। হয়। ১৬৭৮ সাল থেকে শুরু করে কয়েক শতাব্দী ধরে করা হিমবাহ গলার প্রার্থনা এতোদিনে মঞ্জুর হয়েছে। সুইজারল্যান্ডের সেই হিমবাহ গলতে শুরু করেছে। তবে প্রার্থনাকারীরা কি এই ফলাফল চেয়েছিল? 
(লিংক: কৌস্তুভ)

৩. 
সমকামীদের বিয়ে দিতে অস্বীকার করায় ডিসক্রিমিনেশন-বিরোধী নিয়মে ইংল্যান্ডে এক খ্রীষ্টান মুমিনাকে পদচ্যুত করা হয়েছিল। সে নিজের 'ধর্মাধিকার' বজায় রাখতে ইউরোপের আদালতে নালিশ করেছে।
(স-ভূমিকা লিংক: কৌস্তুভ)

৪.
তুরষ্কে তৈরি হল মুমিনদের জন্য ইসলামি মতে সহীহ ফেসবুক - সালামওয়ার্ল্ড। ফেসবুকের দুষ্টু জিনিসপত্র, গ্যাম্বলিং এর অ্যাপ ইত্যাদি সব থেকে মুমিনদের নিরাপদে রাখার জন্য। সমগ্র মুসলিম জাহান জুড়ে এর ব্যবহার ছড়িয়ে পড়বে এমন আশা করছে নির্মাতারা। একেক দেশ যাতে তাদের নিজেদের মত করে ইসলামের ব্যাখ্যা অনুসারে রেস্ট্রিকশন বসাতে পারে, তার ব্যবস্থা রাখা হবে, যেমন ইন্দোনেশিয়ায় শেয়ার করা হিজাববিহীন মহিলার ছবি সৌদিতে ব্লক করে দেওয়া যাবে।
(স-ভূমিকা লিংক: কৌস্তুভ)

৫.
তিউনিশিয়ার হোটেলে মদ্যপান হচ্ছিল বলে (সেখানে মদ বেচাকেনা বৈধ) সেখানে ইসলামবাজ বিক্ষোভকারীরা গিয়ে ভাংচুর করেছে। আরব বসন্তের পরে মিশরের মত সেখানেও ইসলামের উত্থান চলছে।
(স-ভূমিকা লিংক: কৌস্তুভ)

৬. 
জার্মানির কাসেল শহরের একটি গ্যালারিতে প্রদর্শিত একটি কার্টুন মমিন খ্রিষ্টানদের ধর্মানুনুভূতিতে আঘাত হেনেছে। 


কার্টুনে ক্রুশবিদ্ধ যিশুকে লক্ষ্য করে ঈশ্বর বলছে: Hey... you... I fucked your mother (বাংলায় বললে কেমন শোনাতো, ভেবে হাসি পাচ্ছে) আমি ভাবতেসি, এরা চেতসে ক্যান? ঈশ্বরে ভুল তো কয় নাই!

৭.
হিন্দুধর্মের কুৎসিত বর্ণপ্রথার আরেরকটি নিদর্শন: তাঁদের হাতের রান্না খেলে ‘অন্নপাপ’ হয়!

৮. 
শুধু মন্ত্রপাঠ করলেই পার্থিব সকল মুশকিল আসান হয়ে যাবে, পূরণ হবে যাবতীয় কামনা চাহিদা। কিছু নমুনা দেখুন এখানে। তবে এগুলো গরুপূজারি গাধাদের জন্য। ইছলামীদেরও কিন্তু পদে পদে দোয়ার ব্যবস্থা আছে। চাইকি হাগা-মোতার দোয়া পর্যন্ত।  

৯. 
বিশ্বাসনির্ভর নিরাময়ের (faith healing) একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে এক আমেরিকান ধর্মবাজ। রোগাক্রান্তদেরকে সে শারীরিকভাবে আঘাত করে, লাথি দেয়। কিছু নিদর্শনসহ একটি ভিডিও দেখুন। তো এই ধর্মবাজকে ব্রিটেনে ঢোকার অনুমতি দেয়া হয়নি। ঠিক হয়েছে! সে একাই লাথি দিয়ে যাবে, তা তো হতে পারে না। সে এবার নিজের মুখে লাথি খেয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন