রবিবার, ২৮ অক্টোবর, ২০১২

উৎকট উৎসর্গ

নাস্তিকদের কাছে সব ধর্মই রঙ্গরসের অসীম আধার। উদ্ভটতম বল্দার্গুও বিশ্বাসীরা সত্য বলে মেনে নেয়। নাস্তিকেরা এ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করলে তারা দিলে চোট পায়। এই যেমন, খ্রিষ্টধর্মে বলা হয়: যিশু নিজের জীবন উৎসর্গ করেছে তোমার জন্যে, তোমার পাপের জন্য। আপাদমস্তক অযৌক্তিক এই দাবিই খ্রিষ্টধর্মের ভিত্তি। তবে নিজ মস্তিষ্ক ব্যবহারে অনীহ ও অক্ষম খ্রিষ্টানেরা এই বাণীকেই করেছে জীবনের ধ্রুবতারা।

খ্যাপা ইউটিউবার ডাস্টি স্মিথের চার মিনিট দীর্ঘ বিশ্লেষণ। একই সঙ্গে যুক্তিনিষ্ঠ ও উপভোগ্য। 

লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।

ভিডিও লিংক: http://youtu.be/Rh-d-IEPGfo

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন