মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২

নবীজির প্রতি কয়েকটি প্রশ্ন

কোরান-হাদিস এবং ইসলামের ইতিহাস থেকে জানা যায়, ইসলামের নবী অ-মুসলিমদের উপাস্য ঈশ্বর ও দেব-দেবীর মূর্তি ভেঙেছে, তাদেরকে আক্রমণ করেছে। অন্য ধর্মগুলোর বিদ্বেষ পোষণ করা ইসলামের অনুসারীরা তাহলে কোন মুখে ইসলামের প্রতি শ্রদ্ধা দাবি করে?

কোরানে ইহুদি-খ্রিষ্টানদেরকে 'নিকৃষ্টতম জীব' বলা হয়েছে। মুসলিমদের লজ্জাবোধ বলে কিছু থাকলে তারা বিশ্ব জুড়ে ব্ল্যাসফেমি আইন প্রতিষ্ঠা করতে চাইতো, যাতে কেউ তাদের নবী ও আল্যাকে ব্যঙ্গ বা সমালোচনা করতে না পারে? ভিন্নমতাবলম্বীদের প্রতি তাদের নবীর আচরণ এখন অনুসরণ করা যাবে না কেন?

হায়! মমিন মুসলিম-মস্তিষ্ক মুহম্মদময়। সেখানে যুক্তির স্থান নেই।

তেরো মিনিটের দুর্দান্ত এক ভিডিও দেখুন। অতি অবশ্যদ্রষ্টব্য। তবে বলে রাখি, ভিডিওটির নির্মাতা এক মমিন খ্রিষ্টান। তবে এতে যেহেতু যুক্তিযুক্তভাবে কিছু প্রশ্ন করা হয়েছে এবং খ্রিষ্টধর্মের মহিমা প্রচার করা হয়নি, তাই এই ভিডিও শেয়ার করা যায় বলে মনে করি।

লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।

ভিডিও লিংক: http://youtu.be/qgQqAHv6-t4

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন