সেই আস্তিকীয় বস্তাপচা ঘ্যানরঘ্যানর: ঐশী কিতাবে আস্থাহীন নাস্তিকেরা নৈতিকতার শিক্ষা পায় কোত্থেকে? যেন ধর্ম প্রবর্তিত হবার আগে মানুষের মধ্যে নীতিবোধ বলে কিছু ছিলো না! যেন নৈতিকতার ধারক-বাহক ধার্মিকদের কুকীর্তিমণ্ডিত ইতিহাস ও বর্তমান ধর্তব্য নয়! যেন ধর্মবিশ্বাসহীন কিন্তু নীতিবান কোনও ব্যক্তিকে তারা কখনও দেখেনি!
প্রতিটি ঐশী কিতাবই কিন্তু অনৈতিক, কুৎসিত, অশালীন, অসভ্য, নারীবিদ্বেষী ও অমানবিক বাণীআকীর্ণ। আর তাই যারা তাদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে, তাদেরকে কখনওই নীতিবোধসম্পন্ন বিবেকবান মানুষ বলা যাবে না।
প্রতিটি ঐশী কিতাবই কিন্তু অনৈতিক, কুৎসিত, অশালীন, অসভ্য, নারীবিদ্বেষী ও অমানবিক বাণীআকীর্ণ। আর তাই যারা তাদের কিতাবের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে, তাদেরকে কখনওই নীতিবোধসম্পন্ন বিবেকবান মানুষ বলা যাবে না।
তিন মিনিটের ভিডিওতে বাইবেল থেকে কিছু 'নৈতিক' বাণী উদ্ধৃত করা হয়েছে।
লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন