লিখেছেন দ্রাক্ষা রস
- জীবন দুঃখময়। দুঃখমুক্তির উপায় কী?
- ঘর-সংসার ত্যাগ করে বনে চলে যান।
- যৌনশক্তিতে ভাটা পড়লে কী কর্তব্য?
- পরিধান করুন গেরুয়া বস্ত্র। ভাব নিন মহান সাধকের।
- মেয়েদের দেখলে ভয় হয়; অতি সংবেদনশীল - কী করি, বলুন তো?
- দয়া করে মাথা মুড়িয়ে মন্দিরে জায়গা করে নিন। সেখানে প্রচুর অভাগা পুরুষ আছে।
- পিতা-মাতা-পরিবার-পরিজন খুব ইরিটেটিং। কী উপায়?
- সব কিছু ছেড়ে রাতের আঁধারে চোরের মত পালান। মহাপুরুষ হোন।
- নারীরা কেমন - বুঝতে হলে কী করতে হবে?
- বৌদ্ধ ধর্মীয় জাতক পড়ুন নিশ্চিন্তে।
- অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে কীভাবে করা উচিত?
- মার খেলেও চুপ করে থাকবেন। ধর্মে বলা আছে।
- সকল নৈরাজ্য আর হতাশা থেকে মুক্তি পথ কী?
- ভরা যৌবন জলাঞ্জলি দিয়ে নির্বাণ-এর পথ খুঁজুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন