সোমবার, ১ অক্টোবর, ২০১২

ইছলামী আত্মঘামী বোমারুর মানসপট

আত্মঘাতী বোমারুর মনের ভেতরটা কেমন? কীভাবে এই ভয়াবহ কাজে উদ্বুদ্ধ হয় সে? কী চিন্তা আবর্তিত হয় তার মননে? কোন চালিকাশক্তি তাকে নিয়ন্ত্রণ করে?

পঁচিশ বছর বয়সী গ্রেপ্তার হওয়া এক আত্মঘাতী বোমারু আরও জানালো, তার চার বছর বয়সী পুত্র বড়ো হয়ে ইসলামের নামে আত্মঘাতী বোমারু হতে চাইলে সে বরং খুশিই হবে। 

ধর্মের প্রভাবে মগজ শুকিয়ে ঘুঁটে হয়ে যেতে পারে ও প্রায়শই যায়, তার আরও একটি নিদর্শন এই তিন মিনিটের ভিডিও। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন