আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

মুখে ধর্ম, মনে পর্নো

ধর্মবিশ্বাসীরা কি স্বমেহন করে না? তারা কি লিপ্ত হয় না প্রাকবিবাহ যৌনসম্পর্কে? তারা কি পর্নোগ্রাফি এড়িয়ে চলে? মোটেও না! এসব ব্যাপারে তারা ধর্মহীনদের চেয়ে পিছিয়ে তো নেইই, বরং পর্নোগ্রাফির দর্শক হিসেবে তারা নির্ধার্মিকদের চেয়ে এগিয়ে। মুখে তারা এ কথা স্বীকার করে না, কারণ মনে মনে তারা জানে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসবই পাপকর্ম। কিন্তু প্রাকৃতিক চাহিদা তো কোনও ঐশী কিতাব দিয়ে পূরণ বা রোধ করা যায় না। আর বলপূর্বক অবদমন সব সময়ই শারীরিক ও মানসিক সুস্থতার ওপরে ঋণাত্মক প্রভাব ফেলে। 

এ বিশ্ব যদি একেবারে ধর্মমুক্ত হতো, তাহলে যৌনতা ও পাপবোধের সম্পর্কটি কেমন হতো? ব্রিটেনের চ্যানেল ফোর-এ রিচার্ড ডকিন্সের উপস্থাপনায় শুরু হয়েছে তিন পর্বের একটি সিরিজ। সাতচল্লিশ মিনিট দীর্ঘ দুর্দান্ত প্রথম পর্বে তিনি এ বিষয়ে আলোকপাত করেছেন। 

লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।

ভিডিও লিংক: http://youtu.be/mHhSYyvI-5k

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন