পাঠিয়েছেন মুমিন বান্দা
দুইদিন পরপর মুমিন ভাইরা ত্যানা প্যাঁচায়: কেন দেশের নাস্তিকরা খালি ইসলাম ধর্মের পিছে লাগে? কেনু? কেনু?? কেনু???
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
মুসলিম পরিবারে জন্ম নেয়া, ৯০ ভাগ মুসলিম (ছাগু মতান্তরে ৯৭%) সমাজে বাস করা, মসজিদ-মাজার-মাহফিলের মধ্যে থাকা, শ্রেণীকক্ষে বাধ্যতামূলক ধর্মবই পড়া, মোট কথা, ইসলাম প্রভাবিত সমাজে জন্ম নেয়া, ইসলামের ভাল-মন্দ দেখে বড় হয়ে ওঠা এবং যেখানে ইসলামই গুরুত্বপূর্ণ, সেখানে নাস্তিকরা খালি ইসলাম নিয়েই কেন বেশি বলে, এটা মুমিন ভাইদের ঘিলুতে কিছুতেই যেন ঢোকে না! আসলেই নাস্তিকরা এত খারাপ কেনু!!!
অন্য ধর্মপ্রধান দেশেও কি একই অবস্থা?
গুগলে একটা সার্চ মেরে দেখলাম, অন্য ধর্মের মুমিনদের একই কিসিমের দাবী। খ্রিষ্টান দেশের নাস্তিকগুলা খালি খ্রিষ্টান ধর্মরে অ্যাটাক করে কেন? হিন্দু দেশে খালি হিন্দু ধর্মরে কেন? সবখানে বদ নাস্তিক!
ধর্ম যাই হোক, ধার্মিকদের ঘিলুতে কোথায় যেন একটা মিল আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন