বুধবার, ১০ অক্টোবর, ২০১২

নিঃসীম নূরানী অন্ধকারে - ৩৮

লিখেছেন কবীর উদ্দীন

১৮৬.
ধুলাবালির আকার আছে। ভাইরাস ব্যাকটিরিয়ারও আকার আছে। আল্লাপাকের তা-ও নেই। আহারে, বেচারা ধুলাবালি কীটি-পতঙ্গেরও অধম!

১৮৭.
নবীজির দুই দুইবার ওপেনহার্ট সার্জারি হয়েছিল। জন্মের পরে একবার, আরেকবার মিরাজে যাবার কালে। সার্জন স্বয়ং আল্লাপাক। নবী বেচারির দিলে বড্ড কালি ছিল তো! কালি সম্বলিত কোনো দুষ্টু দিলের নাপাক মানুষকে তো আল্লাহপাক তাঁর সান্নিধ্যে নিয়ে যেতে পারেন না। তাই সার্জারি করে ধুয়ে মুছে পরিষ্কার করে পবিত্র আসমানে তোলা হয়েছিল। 

১৮৮.
নবীজি চোদ্দখানা শস্যক্ষেত্রের গর্বিত মালিক ছিলেন আল্লাহর রহমতে। তার মধ্যে মাত্র একখানাতে তিনি শস্য উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন। বাকিগুলি অনুৎপাদিতই রয়ে যায় আল্লাহর রহমতে।

১৮৯.
শ্রী রামকৃষ্ণ পরমহাঁস পরমমোরগ।

১৯০.
আল্লাপাক, মানুষ বানিয়েছেন মাটি দিয়ে। মাটি বানিয়েছেন কী দিয়ে?
তিনি জ্বীন বানিয়েছেন আগুন দিয়ে। আগুন বানিয়েছেন কী দিয়ে?
তিনি ফেরেশতা বানিয়েছেন নূর দিয়ে। নূর বানিয়েছেন কী দিয়ে?
তিনি পশু বানিয়েছেন পানি দিয়ে। পানি বানিয়েছেন কী দিয়ে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন