আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

ধর্মানুভূতি নিয়ে যা করণীয়

লিখেছেন শুভজিৎ ভৌমিক

হে ধার্মিক ভাইসকল,

নিশ্চয়ই আপনার ধর্মই নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান!

সুতরাং আপনাদের মধ্যে যারা নারীদের সম্মান রক্ষার্থে পর্দা করার উপদেশ দেন, তাদের ঘরের মধ্যে বসে থাকতে উপদেশ দেন এবং সেই উপদেশের ব্যতিক্রম দেখলে তাদের পাথর ছুঁড়ে হত্যা করেন, তাদের বলাৎকার করার জন্য লালায়িত হয়ে ওঠেন, সেই সকল ধার্মিক ভাই সকলের প্রতি অনুরোধ:

নিশ্চয়ই আপনাদের ধর্মীয় অনুভূতির প্রতি রয়েছে আপনাদের সর্বোচ্চ সম্মান!

সুতরাং, হে ধার্মিক ভাই সকল, নিজেদের ধর্মীয় অনুভূতিকে পর্দা করান, সেটিকে ঘরের মধ্যে লুকিয়ে রাখুন। খবরদার বাইরে আনবেন না! আনলেই সেটি ধর্ষিত হবে, সেটিকে পাথর ছুঁড়ে হত্যা করা হবে। কাফের, ফাসিক, মুরতাদ, নাস্তিকদের দল সমালোচনা দিয়ে ধর্ষণ করবে আপনার সকল প্রকার ধর্মীয় অনুভূতিকে।

ধর্ষণের জন্য যদি ধর্ষিতাই দায়ী হয়, তবে ধর্মানুভূতি ধর্ষিত হওয়ার জন্য ধর্মানুভূতি নিজেই দায়ী!*

যার যার সম্মান, তার তার কাছে, না কী বলেন? অতএব ধর্মানুভূতিকে পর্দা করান, দ্বীনের পথে অশেষ নেকী হাছেল করুন। জাজাকাল্লাহ খায়রান!

* সাম্প্রতিক সংবাদ: তিউনিসিয়ায় তিনজন পুলিশ অফিসার ধর্ষণ করেছে এক মেয়েকে। বিচারে মেয়েকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আলহামদুলিল্লাহ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন