ধর্মকারীর ব্যানারের নিচে চলমান স্লোগান 'আল্লাহ সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন'-এর আদলে তিনি আর কোথায় কোথায় আছেন, সে বিষয়ে পাঠকদের কাছ থেকে সৃষ্টিশীল স্লোগান আহ্বান করা যাচ্ছে।
আইডিয়াটা এসেছে RTPICCHI-র পাঠানো এই স্লোগানটি পেয়ে: আল্লাহ সর্বব্যাপী – তিনি পায়ের তলাতেও আছেন, পুটুর চিপাতেও আছেন।
স্লোগানে উল্লেখ করতে হবে উদ্ভট, অস্বাভাবিক, এবং অন্তত মুচকি-হাসিজাগানিয়া দু'টি স্থানের কথা, যেখানে আল্লাহ বিরাজমান। নির্বাচিত সব ক'টি স্লোগানই জুড়ে দেয়া হবে সেই চলমান ছত্রে। ওপরেরটি যেমন জুড়ে দিয়েছি ইতোমধ্যেই।
স্লোগান পোস্ট করুন মন্তব্যে অথবা dhormockeryঅ্যাটgmailডটcom ঠিকানায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন