১৭৬.
তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত।
তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত।
ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ
ক্ষমা করো হযরত।
- নজরুল ইসলাম
হে পেয়ারা নবী, আপনার কথা মতন কবি হত্যা, লুণ্ঠন, ধর্ষণ ইত্যাদি করতে পারেননি, তাই তাঁকে ক্ষমা করে দিন।
১৭৭.
হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। কিন্তু সৎদাহ প্রথা ছিল না কেন? কোনো হিন্দু পুরুষ কি তবে সৎ ছিল না!
১৭৮.
শ্রী রামকৃষ্ণ পরমহংস।
আচ্ছা, তিনি মোরগ না হয়ে হাঁস হলেন কেন?
১৭৯.
- আব্দুল্লাহ নবীজির পিতা নাকি বেহাই ছিলেন?
- পিতা এবং বেহাই দুটোই ছিলেন।
(আবদুল্লাহর ভাতিজা আলী আর নবীজির কন্যা ফাতেমার বিয়ের সুবাদে)
১৮০.
একজন হাজী সাহেবকে আজ আধা-বেঈমান বানিয়ে ছাড়লাম। কুরানের কয়েকটি আয়াত তাঁকে তিলাওয়াত করে শোনালাম। উনি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বললেন, এগুলি তো কুরানে নেই। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি কুরানের তর্জমা পড়েছেন? তিনি বললেন, না, কুরানের আবার অনুবাদ কী?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন