মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

কীভাবে বুঝিবো তারে

এক ক্যান্সারাক্রান্ত মহিলার স্বামী মাসের পর মাস নিয়মিতভাবে যিশুর আকৃতি সম্বলিত এক ক্রুশের সামনে দাঁড়িয়ে তার স্ত্রীর রোগমুক্তি কামনা করে প্রার্থনা করতো। এক সময় তার স্ত্রী সত্যিই সুস্থ হয়ে উঠলে সে নিশ্চিত হয়, আরোগ্যলাভের জন্য সমস্ত প্রশংসা প্রাপ্য এই ক্রুশের। কৃতজ্ঞতার ঋণ শোধ করতে সে সেই ক্রুশ ধোয়ামোছার দায়িত্ব নিতে চার্চের কাছে আবেদন করে। এক সময় চার্চ তাকে অনুমতি দেয়। একদিন সেই ক্রুশ ভেঙে পড়ে তাকে আহত করে প্রচণ্ডভাবে এবং তার পা কেটে ফেলতে হয়ে অপারেশনের মাধ্যমে। 

বিস্তারিত খবর এখানে। উৎসাহীরা দেখে নিতে পারেন পোনে দু'মিনিটের ভিডিও-রিপোর্ট। 

লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।

ভিডিও লিংক: http://youtu.be/vDL_1a8DjpQ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন