হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
মমিন মুছলিমদের জন্যে ছওয়াব ইনকামের সহজ তরিকা! এই জন্যে কী করতে হবে? নবীজি বইলা গেছে, আল্যাফাকের উপ্রে বিশ্বাস আর আস্থা রাইখা আপনারে একখান ঘোড়া পুষতে হবে। তাইলে কিয়ামতের দিন আল্লাহ আপনেরে পুরস্কার দিবে সেই পরিমাণ, যে-পরিমাণ খাদ্য আর পানীয় গেছে ঘোড়ার পেটে প্লাস যতোগুলান গু-মুত সে ত্যাগ করসে।
Narrated Abu Huraira:Sahih Bukhari, Volume 4, Book 52, Number 105
The Prophet said, “If somebody keeps a horse in Allah’s Cause motivated by his faith in Allah and his belief in His Promise, then he will be rewarded on the Day of Resurrection for what the horse has eaten or drunk and for its dung and urine.”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন