১৪২.
ধর্মশিক্ষার ক্লাস। শিক্ষক বলছেন:
- যিশুকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল পেরেক দিয়ে। কিন্তু তিনি কিছু প্রার্থনাবাণী আউড়ে ক্রুশ ছেড়ে স্বর্গে পৌঁছে যান।
এক বালক উঠে দাঁড়িয়ে বললো:
- আমার মনে হয়, স্যার, পেরেকের বদলে স্ক্রু ব্যবহার করার প্রয়োজন ছিলো।
১৪৩.
ক্যাথলিক ধর্মযাজক যাচ্ছিলো গাড়ি চালিয়ে। ট্র্যাফিক পুলিশ থামালো তাকে। জানালার কাচ নামাতেই অ্যালকোহলের গন্ধ পেলো সে।
- মদ খেয়েছেন?
- অসম্ভব! - সকাল থেকে পানি ছাড়া আর কিছুই খাইনি। এই দেখুন বোতল।
সে একটি বোতল বাড়িয়ে দিলে ট্র্যাফিক পুলিশের দিকে।
- এটা তো মতের বোতল!
দু'হাত ওপরে তুলে ধর্মযাজক বললো:
- ঈশ্বর, তুমি আবার অলৌকিক ঘটনা ঘটালে, পানিকে বানালে মদ!
১৪৪.
পুলিশে অফিসে ফোন।
- হ্যালো, জলদি মহিলামঠে (Women's Monastery) আসুন! রেইপ কেইস!
- সব্বোনাশ! - পুলিশ অফিসার বললো। - কে রেইপড হয়েছে?
- ডাকপিওন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন