শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

ধর্ম থাকতে বিজ্ঞান কেনু?

পিচ্চি পোলাপানগোরে ইংরাজি শিখাইয়া কুনো লাভ নাই! দরকার নাই বিজ্ঞান সম্পর্কে ধারণা দেওয়ারও। ধর্মশিক্ষাই আসল। তাই ইংরাজি-বিজ্ঞান প্রাইমারি স্কুল থিকা বাদ দিয়া ধর্মশিক্ষা আর জাতীয়তাবাদ বিষয়ক ক্লাস চালু করা হবে। এইটা হইলো ইন্দোনেশিয়ার সরকারের চিন্তা। মারহাবা! আলহামদুলিল্লাহ! আরও ভালো হয় স্কুলগুলারে মাদ্রাসা বানাইয়া ফালাইলে। আল-জাজিরার সোয়া দুই মিনিটের রিপোর্ট। 

লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।

ভিডিও লিংক: http://youtu.be/EkveK3nYU7E

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন