বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২

ভিডিও লিংকিন পার্ক - ০৯

১. 
খোদ ব্রিটেনে বসেও জিনের আছর ছাড়ানোর ব্যবসা চালায় মোল্লারা। যাকে দেখানো হয়েছে এই ভিডিওতে, তার খদ্দেরের অন্ত নেই। একেক সেশনের জন্য আল্যার ওয়াস্তে সে নেয় মাত্র ষাট পাউন্ড। 
দৈর্ঘ্য: ১০.৫৩ মিনিট

২. 
এক বানর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তৃতা শুনতে এসেছিল। তখন বক্তৃতা ছেড়ে তিনি 'বানর তাড়াইবার মন্ত্র' জপতে শুরু করেন। 
দৈর্ঘ্য: ০.৪৪ মিনিট
(পাঠিয়েছেন সুনন্দ পাত্র)

৩. 
বিবিসি-র এক টক শোতে এক নাস্তিক মহিলার 'স্বর্গ-বেহেশত জাতীয় রূপকথায় আমি বিশ্বাস করি না, কারণ আমি স্টুপিড নই' বলা ভিডিও। আমি যতোবার দেখি, ততোবার পুলকিত হই উপস্থিত কিছু দর্শকদের প্রতিক্রিয়া দেখে। ধর্মকারীতে আগে প্রকাশিত। 
দৈর্ঘ্য: ০.৫৪ মিনিট

৪. 
নাস্তিকেরা হরদম একটা কথাই বলে, ধর্মের কোনও উপকারিতা নেই। ভুল কথা। এই ভিডিও দেখে ধর্মের অন্তত একটি উপকার সম্পর্কে নিশ্চিত হোন। 
দৈর্ঘ্য: ০.৩২ মিনিট

৫. 
মুছলিম শিশুদের শেখানো হয়েছে 'আমরা ওসামার সৈন্যদল' নামের গান। 
দৈর্ঘ্য: ১.২৩ মিনিট

৬. 
দৈর্ঘ্য: ৩.০৪ মিনিট

লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন