বুধবার, ২৮ নভেম্বর, ২০১২

ইসলামী ইতরামি: একাদশী

১. 
জন্মকালে আমার সম্মতির তোয়াক্কা না করে আমার ওপরে ইছলাম চাপানো হয়েছে, কিন্তু প্রাপ্তমনস্ক হয়ে ওঠার পরে ইছলাম ত্যাগ করলে আমাকে হত্যা করা হবে। সেটাই ইছলামের মানবিক বিধান। ১৪০০ বছর আগের তুলনায় পৃথিবী অনেক সভ্য হয়েছে বটে, কিন্তু ইছলাম তার অসভ্যতা ত্যাগে বড়োই অনীহ। 'দি ইকোনমিস্ট' পত্রিকায় ইছলামত্যাগীদের নিয়ে বিশদ নিবন্ধ: No God, not even Allah.

২. 
সাম্প্রতিক উদাহরণ: ইছলাম ত্যাগের 'অপরাধে' এক খ্রিষ্টানের শিরোশ্ছেদ করেছে ইছলামীরা। 

৩. 
ইন্টারনেট ব্যবহারকারী মমিন মুছলিম ভাইয়েরা, আপনার কি জানেন, অন্যতম প্রধান গুনাহর নাম ইন্টারনেট? আপনাদের জ্ঞাতার্থে আরও জানিয়ে রাখা প্রয়োজন, বিবাহবহির্ভূত ভালোবাসাও (শারীরিক সম্পর্ক তো অনেক পরের কথা) হারাম - অর্থাৎ স্ত্রী ছাড়া অন্য কোনও নারীকে ভালোবাসা জেনা করার সমতূল্য।

৪. 
মালয়েশিয়ায় বারো বছরের মেয়ের সঙ্গে ঊনিশ বছরের বিয়ের প্রতিবাদে শোরগোল তুলেছে এক নারী সংগঠন। খুবই যুক্তিসঙ্গত পদক্ষেপ। কিন্তু খটকা লাগলো সংগঠনটির নাম দেখে: Sisters in Islam. প্রশ্ন জাগে: একান্ন বছর বয়সের বৃদ্ধ নবীর ছয় বছরের বালিকাকে বিয়ে করা তারা সমর্থন করে? করলে আলোচ্য বিয়েতে তাদের আপত্তির যৌক্তিকতা কোথায়? আর সমর্থন না করলে তাদের সংগঠনের নামে 'ইসলাম' স্থান পায় কীভাবে? নবীর কর্মের বিরোধিতা করে ইছলামী হওয়া যায়?

৫. 
ইছলামীদের স্বভাবটাই এমন: তারা যেখানে যাবে, সেখানে তাদের অসভ্য বর্বর আইন প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়বে। ব্রিটেনের এক মুছলিম রেডিও স্টেশনে সমকামীদের ওপরে অত্যাচারের ইছলামী তরিকার কথা প্রচার করা হয়েছিল।

৬. 
ইরানে নারীদের মর্যাদা বৃদ্ধির উপর্যুপরি পদক্ষেপ নেয়া হয়েছে। চল্লিশ বছরের কম বয়সী অবিবাহিত মেয়েদের একাকী বিদেশভ্রমণ সংক্রান্ত কাগজপত্র আহরণের জন্য পিতা অথবা পুরুষ অভিভাবকের আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে। বর্তমান আইন অনুযায়ী, প্রাপ্তবয়স্ক অবিবাহিত মেয়েদের জন্য এমন অনুমতির প্রয়োজন নেই। 

৭. 
নাটোরে ইছলামের শান্তি ছড়িয়েছে জামায়াত। মিছিল শেষে মন্দিরে আগুন লাগিয়ে দেয় এই ইছলামী ষণ্ডরা।

৮. 
নবীজির বিরুদ্ধে কথা বলেছে - এমন গুজব তুলে ইছলামীরা হত্যা করেছে চারজনকে, লুট করেছে দোকানপাট। ঘটনা নাইজেরিয়ার বিচি শহরে। 
(লিংক: কৌস্তুভ)

৯. 
আর পাকিস্তানে একই অভিযোগে ব্ল্যাসফেমি আইনে একজনের বিচার হয়েছে। সাজা - মৃত্যুদণ্ড। 

১০. 
ইছলামবাজদের কীর্তি দেখুন। তারা দু'পা এগিয়ে দিয়ে বসে আছে, আর তাদের পায়ে চুমু খাচ্ছে নারী-পুরুষ। পোনে দুই মিনিটের অ-ইউটিউব ভিডিও। 
(লিংক: N.c. Neel)

১১.
মালি-তে ইছলামীরা পথে-ঘাটে বোরখাহীন নারীদের প্রেপ্তার করছে তো বটেই, এমনকি তারা বাড়ি বাড়ি গিয়েও বোরখাহীন বেলাজ মেয়েদের ধরে নিয়ে আসছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন