আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

মহাজাগতিক ধূলিকণা - ০২

লিখেছেন কজমিক ডাস্ট 

০৪. 
১৪০০ বছরের আগেকার একজন আরব বেদুঈন যে মিথ্যা কথা বলেছিল, সেটা যদি একবিংশ শতাব্দীর মুমিনরা এই যুগের কজমোলজি, বায়োলজি, জিয়োগ্রাফির জ্ঞান নিয়েও ধরতে না পারে অথবা ইচ্ছা করে বোকা সেজে থাকে, তাহলে আর কী বলার থাকতে পারে! আসল কথা হচ্ছে, চাইল্ডহুড ইন্ডক্ট্রিনেশন - শৈশবকালীন মস্তিষ্কপ্রক্ষালণ। মুহাম্মাদ কিছু বোকা আরব লোকদেরকে যা-তা বুঝিয়ে নিজের দলে শামিল করেছিল তারপর সেই আরবরাই রাজ্য জয় করে জোরপূর্বক আরও মানুষকে মুসলমান বানাল। একবার যখন জোরজবরদস্তির অধ্যায় শেষ হল, তখন প্রজন্মের পর প্রজন্ম ধরে মা-বাবার মাধ্যমে এই ধর্ম চলতে থাকলো। কিন্তু আমি নিশ্চিত, মুহাম্মাদের সাহাবীদের যদি আজকের যুগের জ্ঞান থাকতো, তবে তারা কখনই তার ফাঁদে পা দিত না। মুহাম্মাদ এমন একটা যুগে তার ধর্ম প্রচার করেছে, যখন মানুষ জানত না যে, পৃথিবী গোল, পৃথিবী সূর্যের চারপাশে চক্কর দেয়, বিবর্তনের মাধ্যমে প্রাণ সৃষ্টি হয়। স্রষ্টা ছাড়া বিশ্বের কোনও ব্যাখ্যাই মানুষের কাছে ছিল না। তবুও প্রাচীন গ্রীক বিজ্ঞান জানা তৎকালীন বহু লোক মুহাম্মাদকে পাগল বলেছিল যেমন আবু জেহেল, যার আসল নাম আবুল হাকাম বা জ্ঞানের পিতা। উনি আরবের সবচেয়ে জ্ঞানী লোক ছিলেন আর তাই ইসলামের সবচেয়ে বড় শত্রু। 

০৫. 
যেই রেটে দুনিয়াতে মানুষ ধর্মান্তরিত হয়ে মুসলমান হচ্ছে বলে প্রচারণা চালানো হচ্ছে, তাতে তো আর দুনিয়াতে আর কোনও কাফের থাকার কথা নয়। অথচ ২০০৩ থেকে প্রতি বছর খেয়াল করছি যে, পৃথিবীতে মুসলিমদের সংখ্যা ২১% এই আটকে আছে। নতুন মুসলমানদের কি গ্রহান্তরবাসীরা অপহরণ করে নিয়ে যাচ্ছে? 

০৬.
Jami At-Tirmidhi 338: Abu Dharr said that Allah's Messenger said: "When a man performs Salat, and there is nothing in front of him like the post of a saddle, or a camel saddle, then his Salat is severed by (passing of) a black dog, a woman, and a donkey." It was said to Abu Dharr: "What is the problem with the black dog rather than the red or white one?" He said: "O my nephew! I asked Allah's Messenger just as you have asked me. He said: 'The black dog is a Shaitan (devil).
আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মাদ মোস্তফা সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, কোনও নামাজীর সামনে দিয়ে কালো কুকুর, নারী, গাধা গেলে তার নামাজ ভেঙে যাবে। এ কথা শ্রবণ করে সাহাবীরা কালো কুকুরের কী দোষ, তা ভেবে বিচলিত হয়ে পড়েন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন