২৩৬.
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। বাংলা তর্জমা:
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। বাংলা তর্জমা:
'আল্লাহ ছাড়া আর কোনো উপহাস্য নেই। এবং মহাবদ করুণার পাত্র তার প্রেরিত রাসকেল।'
২৩৭.
আল্লাহ বলেছেন সকল প্রশংসা তার। তিনি এও বলেছেন, তার হুকুম ছাড়া কিছুই হতে পারে না।
তাহলে মানুষ অন্যায় কিংবা অপকর্ম করে কেন? > আল্লার হুকুমে।
আল্লার কথার যুক্তি ও অর্থানুসারে সকল কুৎসা ও অপরাধের প্রকৃত মালিক কে? > আল্লার দাবী অনুযায়ী - আল্লা।
কাজেই "সকল প্রশংসা আল্লার" এই বাক্যটিতে সংযোজন ও সংস্কার আবশ্যক। সংশোধিত বাক্যটি হতে পারে এ রকম: "সকল প্রশংসা ও সকল কুৎসার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহপাক।"
২৩৮.
ঈমান আর দ্বীন জাহান্নামে যাক, অবিশ্বাস বেঁচে থাক।
২৩৯.
মানুষ প্রেম করে কেন? > আল্লার হুকুমে।
আল্লার আইনে প্রেমের শাস্তি হচ্ছে প্রেমিক ও প্রেমিকেকে মুমিন জনতা সমক্ষে ১০০টি করে দোররা মারা। প্রশ্ন হচ্ছে, দোররা কি হুকুমকারীকে মারা উচিত নাকি হুকুম পালনকারীকে?
২৪০.
নবীজী বলেন, "আলী ভাই ..."
আলী বলেন, "মুহাম্মদ ভাই, আমরা শ্বশুর-জামাই পরস্পরের ভাই ভাই, এমন হালাল ও পবিত্র সম্পর্ক আর আছে কোথায়?"
আলী বলেন, "মুহাম্মদ ভাই, আমরা শ্বশুর-জামাই পরস্পরের ভাই ভাই, এমন হালাল ও পবিত্র সম্পর্ক আর আছে কোথায়?"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন