মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

ভিডিও লিংকিন পার্ক - ১০

১. 
আমেরিকার খ্যাতনামা এক খ্রিষ্টধর্মবাজ বছরের গোড়ার দিকে বলেছিল, তার সঙ্গে ঈশ্বরের কথা হয়েছে এবং ঈশ্বর তাকে বলেছে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্টের নাম। তার সেই ঘোষণা কেন সঠিক হয়নি, সে বিষয়ে তার কৈফিয়ত। একেবারে টিপিক্যাল আস্তিকীয় অজুহাত। 
দৈর্ঘ্য: ০.৩৯ মিনিট

২. 
হিন্দুধর্মের কুৎসিত বর্ণপ্রথা বিষয়ে নির্মিতব্য একটি ডকুমেন্টারির ট্রেইলার। 
দৈর্ঘ্য: ৫.০৯ মিনিট

৩. 
প্রাক্তন ক্যাথলিক ধর্মযাজক খ্রিষ্টধর্মের কিন্তু উদ্ভট দাবিকে যুক্তির মাধ্যমে পরিহাস করছেন। 
দৈর্ঘ্য: ৪.৫১ মিনিট

৪.
ঈশ্বরে বিশ্বাস না করার 'অপরাধে' এক বছরের জেল? আমেরিকায়?? এ-ও কি সম্ভব হতে যাচ্ছে?
দৈর্ঘ্য: ২.২১ মিনিট

৫.
ক্লাস সিক্সে পড়া এক বালকের যুক্তিবাণে পরাহত হলো এক বাঘা সৃষ্টিতত্ত্ববাদী, যে বস্তুত তার নিজের দেয়া 'যুক্তির' প্যাঁচেই আটকে পড়ে।
দৈর্ঘ্য: ৩.০৩ মিনিট

লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন