নেহাত কৌতূহলের বশে কারো অগোচরে অর্থাৎ কারো অজ্ঞাতসারে লুকিয়ে-চুরিয়ে তার কর্মকাণ্ড অবলোকন করা নিশ্চয়ই শোভনীয় নয়, সভ্যও নয়।
দয়ার সাগর নবীজিও সেটা পছন্দ করতো না। তাই সে বলেছিল, অনুমতি ছাড়া ছাড়া কেউ উঁকি দিয়ে আপনাকে দেখলে তাকে লাঠি দিয়ে পেটান এবং তার চোখ গেলে দিন। এবং এ কারণে আপনাকে অভিযুক্ত করা হবে না।
Narrated By Abu Huraira : Abul Qasim said, "If any person peeps at you without your permission and you poke him with a stick and injure his eye, you will not be blamed."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন