লিখেছেন দ্রাক্ষা রস
- পরীক্ষায় কিছু পারেন না, এই তো?
- পড়াশোনা বাদ দিন। পাঁচ বেলা নিয়ম করে নামাজ পড়ুন, মন্দিরের ঘণ্টা বাজান, চার্চে যান। ঐশী সহায়তার গ্যারান্টি। তবে রেজাল্ট খারাপ হলে ভুলেও ভগবানেশ্বরাল্লাহকে দোষ দেবেন না। কিন্তু ভালো হলে তাদের ধন্যবাদসহ কৃতিত্ব দিতে ভুলবেন না।
- আপনি মুহাম্মদীয় সিন্ড্রোমে ভুগছেন?
- পতিতালয়ে যান। আল্লাহ সর্বব্যাপী। তিনি উপাসনালয়ে আছেন, পতিতালয়েও আছেন। নো চিন্তা , ডু ফাক!
- গরীব-দুঃখীর কষ্টে মন কাঁদে? খারাপ লাগে?
- প্লিজ, প্রার্থনা করুন খোদার ঘরে। আপনার দু'হাত শুধু সেই কাজের জন্যই।
- সানি লিওন দেখে আকাম করে ফেলেছেন?
- ভয় নেই। মন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। তিনিও জানেন, সানির সামনে সকল মুমিন অসহায়!
- আপনি ভূত-প্রেত-জ্বিন-পরী এবং বিবিধ আজগুবি কাহিনীর বই খুঁজছেন?
- ধর্মগ্রন্থগুলো পাঠ করুন।
- অনেক পাপ করেছেন, মুক্তি চান?
- তীর্থ ভ্রমণ করুন এবং সাধু-সন্ন্যাসী-হুজুরদের উপঢৌকন প্রদান করুন (এটা ঘুষ না, শ্রদ্ধা!), পাপমুক্তির নিশ্চয়তা রইলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন