আল্যা সর্বব্যাপী – তিনি বরাহেও আছেন, বিষ্ঠাতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি বোরখাতেও আছেন, বিকিনিতেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি জলাশয়েও আছেন, মলাশয়েও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি উটমূত্রেও আছেন, কামসূত্রেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি আরশেও আছেন, ঢেঁড়শেও আছেন # আল্যা সর্বব্যাপী – তিনি হাশরেও আছেন, বাসরেও আছেন

শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

খ্রিষ্টধর্ম আসলে ধর্ম নয়, দর্শন!

American Atheists-এর সভাপতি ডেভিড সিলভারম্যান মুখোমুখি হয়েছিলেন পাঁড় খ্রিষ্টীয় চ্যানেল ফক্স নিউজের সবচেয়ে উচ্চকণ্ঠ উপস্থাপক Bill O'Reilly-র। বিষয়: ক্রিসমাসের বিরুদ্ধে নাস্তিকদের যুদ্ধ। সাম্প্রতিক বছরগুলোয় ক্রিসমাসের আগে এই ঢেঁকুর তুলতে বড়োই পছন্দ করে এই চ্যানেল। তাদের দাবি, নাস্তিকেরা খ্রিষ্টানদের কাছ থেকে ক্রিসমাস উৎসবটি কেড়ে নিচ্ছে। বাস্তবে কিন্তু নাস্তিকদের উদ্যোগ এবং প্রচেষ্টা সম্পূর্ণভাবেই সাংবিধানিক: রাষ্ট্র ও ধর্মের বিযুক্তি। 

কোনও যুক্তিই মানতে রাজি নন Bill O'Reilly. যুক্তিতে কুলিয়ে উঠতে না পেরে এক সময় তিনি তো দাবি করেই বসলেন, খ্রিষ্টধর্ম আসলে ধর্ম নয়, দর্শন! এবং আরও বললেন, নাস্তিকেরা নাকি merry band of fascists! আস্তিকীয় 'যুক্তির' আরও দু'টি নিদর্শন। 

ডেভিডম্যানের বক্তব্য সব সময়ই যুক্তিনিষ্ঠ, ঈষৎ রসাত্মক এবং সে-কারণেই উপভোগ্য।

লক্ষ্য করুন:
ইউটিউব ব্লকড থাকলে:
১. http://www.youtube.com/...-এর বদলে https://www.youtube.com/... ব্যবহার করলে কাজ হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
২. কাজ না হলে নিচে দেয়া ভিডিও লিংকটি (অথবা ইউটিউবের যে কোনও লিংক) এই ঠিকানায় গিয়ে তালার ছবির ডানপাশের বক্সে বসিয়ে সরকারী সিদ্ধান্তকে কাঁচকলা দেখিয়ে অবলীলায় ভিডিও দেখতে থাকুন।

http://youtu.be/n8gO-VTaOwU

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন