- সহীহ আল-ধর্মকারী
চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ ক্যান হয়, কইতারেন? জ্বী না, ভূগোলের জ্ঞান এইখানে ফলাইতে আইসেন না। কারণ ভূগোল ছহীহ গ্যান দেয় না। পুরাই ভুয়া সাবজেক্ট! চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের প্রকৃত কারণ চোদ্দশো বছর আগে নবীজি জানাইয়া গেছে। সে এরশাদ করসে, কেউ মইরা গেলে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়, কথাটা ঠিক না। আসল কথা হইলো, আল্যাফাক তার বান্দাগোরে ভয় দেখাইতে ওই গ্রহণগুলান ঘটায়। ভাইসব, ভূগোল ভুইলা গিয়া নিজের জ্ঞানরে আপডেট কইরা গ্যান বানাইয়া অশেষ ছওয়াব হাছিল কইরা নেন।
Narated By Abu Bakra:
Allah's Apostle said: "The sun and the moon are two signs amongst the signs of Allah and they do not eclipse because of the death of someone but Allah frightens His devotees with them."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন