চোখের বদলে চোখ, প্রাণের বদলে প্রাণ - এই ধরনের বর্বর প্রতিশোধ প্রক্রিয়ায় বিশ্বাসী ছিলো না মহানুভব মহানবী। সে ছিলো করুণাময়। নিচের ঘটনা সেটাই প্রমাণ করে।
কিছু লোক নবীর এক রাখালকে হত্যা করেছিল। সে ছিলো ইসলাম ধর্মে দীক্ষিত। নবীজি লোকজন পাঠালো তাদের খোঁজে। এক সময় তাদের ধরে নিয়ে আসা হলো। কিন্তু নবীজি তো দয়ার সাগর। এক মুসলিমকে হত্যার অপরাধে তাদের প্রাণ নেয়ার প্রয়োজনীয়তা সে বোধ করলো না। শুধু তার নির্দেশে কেটে ফেলা হলো তাদের হাত, পা, উপড়ে ফেলা হলো তাদের চোখ।
আসুন, আমরা প্রাণ ভরে গাই: তুমি না এলে দুনিয়ায়, আঁধারে ডুবিতো সবই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন