মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

হা-হা-হাদিস – ৬৮

হে ঈমান্দার বান্দাসকল, তোমাদের জন্য অজস্র রসময় কথা গুপ্ত রহিয়াছে হাদিস শরিফে।
- সহীহ আল-ধর্মকারী
নবীজি একদিন এক অবিশ্বাসীরে নিমন্ত্রণ দিয়া সাহাবাগোরে কইলো এক ছাগীর দুধ দুইতে। সেই দুধ কাফেরটারে খাইতে দেওয়া হইলো। সে খাইয়া ফালাইল। নবীজি আরেকটা ছাগী দুইতে কইলো। সেইটার দুধও কাফের চালান কইরা দিলো পেটে। এইভাবে সাতখান ছাগীর দুধ খাইয়া তবে ব্যাটা থামলো। পরদিন সকালে সে ইছলামের সুশীতল ছায়াতলে আসলো। ছাগীর দুধের কী কুদরত, দেখসেন! তো তখন নবীজি আবার এক ছাগীর দুধ দুইতে কইলো। নব্য মুছলিম সেইটা খাইলো বটে, তবে দ্বিতীয় ছাগীর দুধ সে শেষ করতারলো না। তখন ইছলামের বৈগ্যানিক নবী ঘোষণা দিলো, মুছলিমের অন্ত্র (পাকস্থলী থেকে মলদ্বার পর্যন্ত খাদ্যনালীর নিম্নাংশ - ইংরাজিতে intestine) একখান, তয় কাফেরগো সাতখান অন্ত্র। 

Abu Huraira reported that Allah's Messenger (may peace be upon him) invited a non-Muslim. Allah's Messenger (may peace be upon him) commanded that a goat be milked for him. It was milked and he drank its milk. Then the second one was milked and he drank its milk, and then the other one was milked and he drank its milk till he drank the milk of seven goats. On the next morning he embraced Islam. And Allah's Messenger (may peace be upon him) commanded that a goat should be milked for him and he drank its milk and then another was milked but he did not finish it, whereupon Allah's Messenger (may peace be upon him) said: A believer drinks In one intestine whereas a non-believer drinks in seven intestines.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন