লিখেছেন লুক্স
৬৬.
সিডর হচ্ছে মুসলমানদের জন্য ঈমানের পরীক্ষা, আর স্যান্ডি হচ্ছে কাফেরদের ওপর আল্লার গজব।
৬৭.
হজ্জ্ব করলে অতীত পাপ থেকে মুক্ত হওয়া যায়; তার মানে হজ্জ্ব পাপীদের জন্য।
পশু কোরবানী দিলে মানুষের মনের পশুত্ব দূর হয়; তার মানে কোরবানী দিতে হলে মনে পশুত্ব থাকতে হয়।
অতএব, হজ্জ্ব ও কোরবানী ভালো বা সভ্য মানুষের জন্য নয়।
৬৮.
প্রাণ যায় নিরীহ গরু-ছাগলের, আর ত্যাগ স্বীকার হয় দুর্নীতিগ্রস্থ মুসলমানদের।
৬৯.
মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল কবে, আল্লাহ জানেন না।
৬ হাজার বছরেরও বেশি আগের মানুষের ইতিহাস আল্লাহ জানেন না।
মানুষের আবিষ্কার করা সময়ই আল্লাহর একমাত্র ভরসা।
৭০.
আল্লাহ মোটমাট ১০৪ টা বই লিখেছিলেন। প্রথম দিকে আল্লাহর লেখা এতই খারাপ ছিল যে, মোহাম্মদ নবী হবার পর কোরান ছাড়া বাকি সবগুলো বইই বাতিল হয়ে যায়। আল্লাহ আসলে মোহাম্মদের কাছেই লিখতে শিখেছেন।
৭১.
মুহম্মদ বিদায় হজ্জে দাসদের প্রতি সুব্যবহার করার আহবান জানাতে পারলেন, কিন্তু ক্রীতদাস প্রথা উচ্ছেদের ডাক দিলেন না কেন? পুরুষের জন্য চার বিবাহের বিধান কেন রাখলেন? হিল্লা বিয়ে প্রথা কেন রাখলেন? দাসীদের সাথে বিবাহবহির্ভুত যৌনসম্পর্ক কেন জায়েজ রাখলেন?
৭২.
আপনি একবার বিশ্বাসী হয়ে গেলে আপনার প্রিয় নবী মিথ্যে বলতে পারে সেই সম্ভবনাই উড়িয়ে দেবেন। সাইকোপ্যাথরা বিবেকশূন্য হয়। কোনো প্রকার অনুশোচনা ছাড়াই এরা মিথ্যে বলতে পারে, মিলিয়ন মিলিয়ন মানুষ হত্যা করতে পারে। এটা করাকে তারা তাদের দায়িত্ব মনে করে। হিটলার বিশ্বাস করতো, সে ঈশ্বরের কাজ করছে। বস্তুত, তার প্রকাশিত বক্তব্যের মধ্যেই সেটা পরিষ্কার দেখা যায়। তার বই মেইন কেম্ফ-এ লিখেছে:
"সেজন্য আজ আমি বিশ্বাস করি, ইহুদিদের প্রতিরোধ করে আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ইচ্ছে অনুযায়ী কাজ করছি, আমি পালনকর্তার জন্য যুদ্ধ করছি।"
৭৩.
ধর্ম কখনো শান্তি কিংবা মানবতার তোয়াক্কা করে না। ঈশ্বর যে ক্ষেত্রে যেটা করতে বলবে, সেটা করতেই হবে। তাতে শান্তি আসুক আর না আসুক, মানবতা থাকুক আর না থাকুক। আর এটাই হলো ধর্ম।
৭৪.
মৌলবী সাহেবরা বলতে ভালবাসেন যে, আধুনিক বিশ্বের মুসলমান জাতির এত দুর্দশার কারন, তাদের ঈমান নেই। আমি বলি ঠিক তার উল্টো। ঈমান ছাড়া আর কিছু নেই বলেই মুসলমানরা এত পশ্চাদপদ।
৭৫.
সূরা লাহাব মাতৃভাষায় পড়ার পরও যদি কেউ বিশ্বাস করে যে, এটা সর্ব শক্তিমান আল্লার বাণী, তার ঈমান নষ্ট করার ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই; সে প্রকৃত মুমিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন