১.
বিহারের মুসলিম অধ্যুষিত এক গ্রাম পরিষদের মতে, মোবাইল ফোন সমাজের অধঃপতন ঘটাচ্ছে। সমাজে নৈতিকতার এই অবক্ষয় রোধ করতে তারা মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। না, আইনটা প্রযোজ্য শুধু নারীদের ক্ষেত্রে। কারণ পুরুষেরা সকলেই নীতিবান এবং নারী মাত্রই চরিত্রহীনা।
ইছলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ক্ষান্ত নয়, সেই মর্যাদা বৃদ্ধিতেও অক্লান্ত।
২.
মুছলিম নারীদের অবস্থা ও অবস্থান সম্পর্কে 'সঠিক' ধারণা দিতে ভারতে শুরু হতে যাচ্ছে একটি ছহীহ টিভি-ছিরিয়াল।
৩.
আচ্ছা, মুছলিমরা অনেক ক্ষেত্রেই 'বিসমিল্লাহির...' লেখার পরিবর্তে ৭৮৬ লিখে থাকে। এই সংখ্যার উৎস ও ব্যাখা কী, সেটা তাদের কেউ জানে বলে মনে হয় না। কিন্তু তবু তারা ধরে নেয়, এটা একটা পবিত্র সংখ্যা। মুক্তি প্রতীক্ষিত বলিউডি ছবি 'খিলাড়ি ৭৮৬'-র প্রচারণা তাই পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। মুছলিমদের ধর্মানুনুভূতি উত্থিত হতে উন্মুখ হয়েই থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন