সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

অকর্মণ্যরা

লিখেছেন নিলয়

কোথা ঈশ্বর, কোথায় আল্লাহ্‌, কোথায় হে ভগবান?
তোমরাই নাকি দয়ার সাগর, তোমরা কতো মহান!

দুর্ঘটনায় মরছে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান
অপমৃতদের প্রাণরক্ষায় রেখেছ কি অবদান?

তোমাদের কাজ আসমানে বসে নিত্য তামাশা দেখা
ধরণীতলের মানবজাতিকে রেখেছো কষ্টে একা,

শুনিনি তো কভু কোনো গরীবেরে তোমরা করেছ দান
সামান্য কিছু রোজগারে আজ যায় অভাগীর প্রাণ,

ধর্ম কখন, কোন যুগে, বলো, জগতে দিয়েছে আলো?
বলেছে শুধুই "জ্বালো জ্বালো" আর "কাফির-কল্লা ফেলো"

পুরোহিত, পোপ, হুজুরেরা বলে, "দান কর আরও আরও"
একটি ধর্ম বলে অন্যকে, "বিধর্মী? ধরে মারো।"

লুট, ধর্ষণ, হত্যা করেও "নির্দোষ" কেন আস্তিক?
যুক্তি খোঁজে ও সত্যটি বলে, "মহাপাপী" তাই নাস্তিক?

চিৎকার করে কাঁদে ধর্ষিতা, শোনোনি তো তুমি কভু
স্বর্গ, নরক, হুর, গেলমান বানাতে ব্যস্ত প্রভু?

সারা পৃথিবীতে মরছে মানুষ, কই আজ মানবতা?
সর্বশক্তিমানেরা, আজকে কেন এই নীরবতা?

নাকি তুমি আছো ধনী বসতিতে - ঘুমন্ত এ.সি. রুমে?
গরীবের ডাকে ব্যাঘাত ঘটে না তোমার গভীর ঘুমে।

সব যদি আমি নিজে নিজে করি, তোমাকে কেন যে ডাকবো ?
আজ থেকে, জেনো, আমাকেই আমি ঈশ্বর বলে ভাববো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন