বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১২

আকিকার ফাঁকি কার ভাগে

লিখেছেন নিলয় নীল

আকিকা শব্দের অভিধানিক অর্থ খাটি বাংলায় করলে আসে - জবাই করা পশু। সন্তান ভূমিষ্ঠ হলে যে প্রাণীকে জবাই করা হয় তাকে আকিকা বলে। ইসলামের পরিভাষায় আকীকার تعريف العقيقة অর্থ: সন্তান জন্মগ্রহণ করার পর আল্লাহর শুকরিয়া ও আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে পশু জবাই করা হয়, তাকে আকিকা বলা হয়। এর মাধ্যমে সন্তানের বালা-মুসিবত দূর হয় এবং যাবতীয় আপদ-বিপদ থেকে নিরাপদ থাকে।

এভাবে আমরা জানলাম যে, এক প্রাণীর জন্মগ্রহণে তার নাম রাখার জন্য অন্য প্রাণী অপ্রয়োজনে হত্যা করা হল আকিকা। যাঁরা তাদের সন্তানকে আকিকা করানোর কথা ভাবছেন, তাঁদের বলছি, নবীজিও ছোট থাকতে আকিকা করেন নি। যখন তিনি নবুয়াত লাভ করেন, তখন তিনি নিজের আকিকা নিজেই করেন। এ বিষয়ে হাদিসটি নিম্নে দিচ্ছি। আনাছ (রাঃ) হতে বর্ণিত:
(أن النبي صلى الله عليه وسلم عق نفسه بعد البعثة)
“ নবী (সাঃ) নবুওয়াত পাওয়ার পর নিজের আকীকা নিজে করেছেন”। (বায়হাকী) তাই আপনার শিশুকে বড় হতে দেন, সে তার নিজের নাম নিজে আকিকা দিয়ে রাখলে গুনাহ হবার কিছু নেই বরং সুন্নত হবে।
ইসলাম যেহেতু নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে (), তাই আকিকার ক্ষেত্রেও নারী ও পুরুষের অধিকার একেবারেই সমান। আকীকার ক্ষেত্রে সুন্নাত হলো, ছেলে সন্তান হলে দু‘টি দুম্বা বা ছাগল, আর মেয়ে সন্তান হলে একটি দুম্বা বা ছাগল দিয়ে আকীকা করতে হবে। কেননা রাসূলুল্লাহ (সাঃ) বলেন:
(عن الغلام شاتان مكافئتان وعن الجارية شاة)
“ছেলে সন্তানের পক্ষ থেকে দু‘টি সমবয়সের ছাগল এবং মেয়ে সন্তানের পক্ষ থেকে একটি ছাগল দিয়ে আকীকা দিতে হবে। (আহমাদ ও তিরমিজী) 
আবার ছেলের ক্ষেত্রে আপনি একটি উট, দুম্বা বা গরু দিয়েও আকিকা করতে পারেন, কিন্তু মেয়ে সন্তানদের বেলায় এটি প্রযোজ্য নয়। এ বিষয়ে একটি হাদিস পেলাম ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
(أن رسول الله صلى الله عليه وسلم عق عن الحسن والحسين كبشا كبشا)
রাসূলুল্লাহ (সাঃ) হাসান এবং হুসাইসের পক্ষ হতে একটি করে দুম্বা আকীকা করেছেন। (আবু দাউদ) 
তবে যে কেউ কোরবানির সময় আকিকা করতে পারেন। এক্ষেত্রেও ইসলাম নারী-পুরুষের সমতা বিধান করে। ইসলাম বিধান মতে - কোরবানীর গরুর মধ্যে ছেলের জন্য দুই অংশ এবং মেয়ের জন্য এক অংশ লইবে।

এবার বলুন, ইসলাম ছাড়া নারী-পুরুষের এই রকম সমান অধিকার কি কখনও সম্ভব?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন